মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : দেশের সকল জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এখন থেকে থাকবে তথ্য ও সেবা কেন্দ্র। বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য আদালত-সংক্রান্ত তথ্য ও সহায়তা সহজলভ্য করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।
গত ৩০ জুন আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উন্নয়ন শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক আদেশে দেশের সকল অধস্তন আদালতের বিচারকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে—
বিচারপ্রার্থী জনগণের জন্য আদালত সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তি সহজলভ্য করতে দেশের সকল জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বিদ্যমান রিসিপশনে অফিস সময়ে আদালতের একজন সহায়ক কর্মচারীকে দায়িত্ব প্রদান করে ‘তথ্য ও সেবা কেন্দ্র’ চালু করে আইন ও বিচার বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
কক্সবাজারে শুরু হয়েছে কার্যক্রম
কক্সবাজার জেলা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম জানিয়েছেন,
আইন ও বিচার বিভাগের নির্দেশনা মতে কক্সবাজার জেলা জজ ভবনে তথ্য ও সেবা কেন্দ্র চালু করার জন্য কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এর তত্বাবধানে প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়া কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী বলেন—
আইন ও বিচার বিভাগের নির্দেশনা পেয়ে জায়গার চরম সংকট সত্বেও কক্সবাজারের সিজেএম মোঃ আক্তার হোসেন তথ্য ও সেবা কেন্দ্র চালু করতে উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, বিচারপ্রার্থী নাগরিকরা প্রায়ই আদালত সংক্রান্ত নানা জটিলতা ও তথ্য বিভ্রান্তিতে পড়েন। মামলার ধরন, ফি, নির্ধারিত তারিখ, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়ে সহায়তা না পেয়ে ভোগান্তি পোহাতে হয়। এই পরিস্থিতি পরিবর্তন করতেই সারাদেশের আদালত ভবনে তথ্য ও সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে আইন ও বিচার বিভাগ।