মামলা জট

হাইকোর্টে ২০০০ সালের পূর্বের ১০ হাজারের বেশি মামলা নিষ্পত্তির উদ্যোগ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০০০ সালের পূর্বে দায়ের করা ১০ হাজার ৩৮৫টি পুরনো মামলার শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম শুরু হচ্ছে। প্রধান বিচারপতির নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

১৩ জুলাই ২০২৫, রবিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুদিন ধরে ২০০০ সালের পূর্বের নানা প্রকার মামলা হাইকোর্ট বিভাগে বিচারাধীন (পেন্ডিং) রয়েছে। এ কারণে দীর্ঘসূত্রিতার অবসান ও বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এসব মামলা বাছাই করে এখতিয়ারসম্পন্ন বেঞ্চে পাঠানো হয়েছে।

আগামী ২০ জুলাই ২০২৫ থেকে এসব মামলার শুনানি গ্রহণ শুরু হবে। এ লক্ষ্যে ১৪ জুলাই ২০২৫ তারিখের কার্যতালিকায় (কজলিস্টে) এ সংক্রান্ত নোটিশ অন্তর্ভুক্ত করা হয়।

প্রধান বিচারপতির ১০ জুলাইয়ের আদেশের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০০০ সালের পূর্বের মামলাগুলোর দীর্ঘসূত্রিতার ফলে বিচারপ্রার্থী নাগরিকদের মধ্যে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা ও ক্ষোভ ছিল, এই উদ্যোগে তার কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

আইনজীবী মহল ও বিচারপ্রার্থী মহলে এই উদ্যোগ ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিচার বিভাগের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।