সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষায় বিশেষ পরিদর্শক ১০ বিচার বিভাগীয় কর্মকর্তা
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (লোগো)

জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক হলেন জেলা ও দায়রা জজ আশিকুল খবির

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে জেলা ও দায়রা জজ আশিকুল খবিরকে নিয়োগ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে আজ বুধবার (১৬ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আশিকুল খবিরকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) পদ থেকে বদলি করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৭ জুলাই ২০২৫ তারিখে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ জারি করেন আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।