বাংলাদেশ বার কাউন্সিলের পরবর্তী হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩১ জুলাই ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে রিমাইন্ডার নোটিশ জারি করেছে সংস্থাটি।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানানো হয়।
এর আগে এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি ১ জুন ও ৩০ জুন প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রার্থীদের http://bar.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ ও ফি প্রদান করতে হবে।
বার কাউন্সিল জানায়, ৩১ জুলাইয়ের পর কোনোভাবেই নতুন করে আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পর আবেদন ফরম দাখিলের জন্য কোনো আবেদন, দরখাস্ত বা অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
যেসব প্রার্থীর পিউপিলেজ রেজিস্ট্রেশন মেয়াদোত্তীর্ণ, তাদেরকে অবশ্যই ২৭ জুলাই ২০২৫-এর মধ্যে পুনরায় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এরপর সর্বোচ্চ দুই কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রেশনের হার্ডকপি বার কাউন্সিল অফিসে দাখিল করে নিশ্চিতকরণ সম্পন্ন করতে হবে।
২৮ জুলাই থেকে পরবর্তী দুই সপ্তাহ হাইকোর্ট-অনলাইন-রেজিস্ট্রেশন লিংক বন্ধ থাকবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।