দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন ব্যারিস্টার সুমন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন

আদালতে ব্যারিস্টার সুমন

রাজধানীর মুগদা থানার একটি হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। সুমনের আইনজীবী লিটন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিন আদালতের এজলাসে ওঠানোর সময় ব্যারিস্টার সুমন বলেন,

দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

সোমবার সকালেই পুলিশ ব্যারিস্টার সুমনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করে। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার পটভূমি:

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম বাসায় ফেরার পথে মুগদার বাবু ডাক্তারের গলিতে রাবার বুলেটের আঘাতে আহত হন।

হাতে, কপালে, পেটে ও বুকে আঘাত পেয়ে প্রথমে প্রাথমিক চিকিৎসা নেন। পরে জটিলতা দেখা দিলে ২০ আগস্ট মুগদা মেডিকেলে ফের চিকিৎসা নেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি মুগদা থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। ব্যারিস্টার সুমন এই মামলায় ২৫ নাম্বার এজাহারনামীয় আসামি।