সংবিধান অর্থবহ করতে বিচার আরও স্বচ্ছ হতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রধান বিচারপতির শোক প্রকাশ

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন,

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারিসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন

প্রধান বিচারপতি ইতোমধ্যেই সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ন ইউনিটে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়ার এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।