নিয়ামুল হক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মৌলভীবাজার ইউনিটের নবগঠিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভা সোমবার (২১ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক এডভোকেট সুনীল কুমার দাস এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব এডভোকেট বকসী জোবায়ের আহমেদ।
বক্তারা বিএনপির বিরুদ্ধে চলমান মিথ্যাচার, ষড়যন্ত্র ও প্রপাগান্ডার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া আদালত প্রাঙ্গণে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সকলে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় জানান।
বর্ধিত সভায় ফোরামের নেতারা জানান, আহ্বায়ক কমিটি গঠনের তিন মাসের মেয়াদের মধ্যে ইতোমধ্যে দেড় মাস অতিবাহিত হয়েছে। বাকি সময়ের মধ্যে গণতান্ত্রিক উপায়ে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দেন আহ্বায়ক ও সদস্য সচিব।
এ সময় উপস্থিত নেতারা বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, সরকারি কৌঁসুলি (জিপি) এডভোকেট মামুনুর রশিদ, এডভোকেট মহিউদ্দিন মানিক, এডভোকেট আবুল কাসেম, এডভোকেট তোফায়েল আহমেদ, এডভোকেট আব্দুল আহাদ, এডভোকেট ফয়ছল আহমেদ, এডভোকেট আব্দুল মুকিত মাইনু, এডভোকেট নিয়ামুল হক, এডভোকেট নেপুর আলী, এডভোকেট নাসিম আহমেদ বাপ্পি, এডভোকেট সাইদ আহমেদ আদনান, এডভোকেট নুরুজ আলী, এডভোকেট রুনু কান্ত দত্ত, এডভোকেট বিল্লাল আহমদ, এডভোকেট মো. জালাল আহমেদ, এডভোকেট আলমগীর হোসেন, এডভোকেট আব্দুল মতলিব প্রমুখ।
সভায় ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন।