খুলনা ওয়াসার এমডির দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট
হাইকোর্ট; রিট (প্রতীকী ছবি)

উত্তরায় বিমান দুর্ঘটনা: বিচার বিভাগীয় তদন্ত ও ত্রুটিপূর্ণ বিমান চলাচল বন্ধে রিট

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের পর হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু হলে এ রিটটি দায়ের করা হয়।

রিটে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

এছাড়া ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধ বিমান উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী।