চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে শুনানিকারী সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
চিন্ময়ের পক্ষে জামিন শুনানি করেন ঢাকা থেকে আগত আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বাধীন একটি টিম।
শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপির তৎকালীন চান্দগাঁও থানা সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন।
পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই মামলায় ২৫ নভেম্বর চিন্ময়কে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন ২৬ নভেম্বর তার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ পিটুনী ও ছুরিকাঘাতে নিহত হন।
এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।
এই ছয়টি মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।