বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে দেশের বিভিন্ন জেলার সিনিয়র সহকারী জজ/সহকারী জজ এবং অতিরিক্ত জেলা জজদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে যথাক্রমে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়ানো হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, ২০২৫ সালের ১ আগস্ট থেকে এই বর্ধিত মেয়াদ কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী,ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক কর্তৃক বদলিকৃত মামলাসমূহ বিচার ও নিষ্পত্তির জন্য State Acquisition and Tenancy Act, 1950 (Act No. XXVIII of 1951 ) – এর section 145A-এর sub-section (3C) অনুযায়ী স্ব স্ব জেলার সিনিয়র সহকারী জজ/সহকারী জজ-কে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক এবং একই আইনের Section 145B-এর Sub-section (3C) অনুযায়ী স্ব স্ব জেলার অতিরিক্ত জেলা জজ-কে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, পূর্বে ০৯ মার্চ ২০২৫ তারিখে জারি করা আদেশ নম্বর ১০.০০.০০০০.১২৮.১৫.০০১.২০-১৬৭ অনুযায়ী দায়ত্বপ্রাপ্ত বিচারকদের মেয়াদই ৬ মাসের জন্য বাড়ানো হলো।
প্রজ্ঞাপনে যে সকল জেলার কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, যশোর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, বাগেরহাট, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম. গোলজার রহমান।