প্রয়াত অ্যাডভোকেট শাহনেওয়াজ লিটন
প্রয়াত অ্যাডভোকেট শাহনেওয়াজ লিটন

চেম্বারে কাজ করতে গিয়ে গরমে স্ট্রোকে মারা গেলেন আইনজীবী

গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে আইনজীবীদের মাঝে স্ট্রোকজনিত মৃত্যুর হার বেড়েই চলেছে। গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শাহনেওয়াজ লিটন (৫৩)।

জানা যায়, তিনি নিজ চেম্বারে কাজ করছিলেন। হঠাৎ করেই পড়ে যান। তার এক বয়স্ক মক্কেল ধারণা করেন, হয়তো রক্তচাপ বেড়ে গেছে — তাই তাঁকে তেঁতুল পানি খাওয়ানো হয়। কিন্তু কিছুক্ষণ পর অবস্থার আরও অবনতি ঘটলে তাঁকে ঢাকা বারের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রেসার মাপার পর দেখা যায়, তাঁর রক্তচাপ বেশ কম। এমন অবস্থায় নিজেই স্যালাইন নেওয়ার কথা বলেন শাহনেওয়াজ লিটন। ক্লিনিকে শুয়েও তিনি মামলার খোঁজ নিচ্ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জজ কোর্টসংলগ্ন ন্যাশানাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আইনজীবীদের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়া ও মৃত্যুর এই প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন সহকর্মীরা। তাঁরা বলছেন, দীর্ঘ সময় গরমে কাজ, স্ট্রেস এবং পানি স্বল্পতা — এসব কারণেই হৃদ্‌রোগ বা স্ট্রোকজনিত জটিলতা বাড়ছে।