বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারিক চৌধুরী
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারিক চৌধুরী

বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক পুনঃনির্বাচিত হলেন হাসান তারিক চৌধুরী

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারিক চৌধুরী সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের ১৯তম কংগ্রেসে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

জনগণের অধিকারের জন্য আইন’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা আইনজীবীরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে এতে গণতান্ত্রিক আইনজীবী সমিতির ১৬ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

গত ১৮ জুলাই কাঠমান্ডুতে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি (ইউ এম এল)-এর চেয়ারম্যান কমরেড কে পি শর্মা অলি

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি সঙ্গে আইনজীবী হাসান তারিক চৌধুরী
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি সঙ্গে আইনজীবী হাসান তারিক চৌধুরী

এছাড়াও উপস্থিত ছিলেন নেপালের আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং বিভিন্ন দেশের প্রতিনিধিগণ—যাদের মধ্যে ছিল: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, গ্রীস, ইরাক, ভিয়েতনাম, ফিলিপাইন, কোরিয়া, পাকিস্তান, ভারত, নেপাল এবং বাংলাদেশ

সম্মেলনে অংশগ্রহণকারী আইনজীবীরা ফ্যাসিবাদ, মানবাধিকার, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও ভূরাজনীতি—এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একাধিক সেমিনারে অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা ও মতামত ভাগাভাগি করেন।