ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (IIUC) তাদের আইন বিভাগে একজন প্রভাষক (Lecturer) পদে পুরুষ প্রার্থী নিয়োগ দেবে। ২৭ জুলাই ২০২৫ থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ ৬ আগস্ট ২০২৫।
প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণী বা সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
তবে বাংলা ও ইংরেজি বিষয়ে সামান্য ব্যতিক্রম প্রযোজ্য। পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ফলাফলের ক্ষেত্রে কিছু শিথিলতা থাকলেও কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের প্রকাশনা ও শিক্ষাগত গুণমান যাচাইয়ের জন্য একটি বিস্তারিত পয়েন্ট পলিসি অনুসরণ করা হবে, যেখানে Scopus, ISI, এবং অন্যান্য স্বীকৃত জার্নালে প্রকাশনা বিশেষভাবে মূল্যায়ন করা হবে।
পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা, শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ডের ভিত্তিতেও প্রার্থী নির্বাচন করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম: Lecturer
বিভাগ: Department of Law
পদসংখ্যা: ১
লিঙ্গ: পুরুষ
ধরন: একাডেমিক
গ্রেড: Lecturer
আবেদন শুরুর তারিখ: ২৭ জুলাই ২০২৫
আবেদন শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৫
যোগ্যতা:
-
প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
-
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় স্কেল ৫ এর মধ্যে ন্যূনতম ৪ থাকতে হবে।
-
স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় CGPA কমপক্ষে ৩.৫০ (স্কেল ৪-এর মধ্যে) থাকতে হবে।
-
বাংলা ও ইংরেজি বিষয়ে যেকোনো একটিতে ৩.৫০ ও অপরটিতে ৩.২৫ CGPA গ্রহণযোগ্য।
-
পিএইচডি থাকলে ফল শিথিলযোগ্য; তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
-
প্রকৌশল বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকলে আবেদনযোগ্য।
-
পিএইচডি/এমফিল/২য় মাস্টার্স (থিসিসসহ)/ QS বা THE র্যাংকিং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি/ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশনা থাকলে অগ্রাধিকার।
প্রকাশনা ও অভিজ্ঞতা সংক্রান্ত বিশেষ নির্দেশনা:
Publication পলিসি:
-
Sole Author হলে সর্বোচ্চ পয়েন্ট, Principal Author/Corresponding Author এবং Co-author হিসাবে কম পয়েন্ট প্রযোজ্য।
-
Scopus/ISI indexed journal-এ প্রকাশনা থাকলে অগ্রাধিকার।
-
Predatory journal-এ প্রকাশনা গ্রহণযোগ্য নয়।
-
Turnitin রিপোর্ট প্রয়োজন (কিছু ক্ষেত্রে নয়)।
-
QS/THE র্যাংকিং বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা ১০০% গ্রহণযোগ্য।
-
A/B/C ক্যাটাগরির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার অনুপাতে গ্রহনযোগ্যতা।
অতিরিক্ত শর্ত:
-
প্রকাশনায় কোনো অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ।
-
নিজ ডিসিপ্লিনবহির্ভূত প্রবন্ধ গ্রহণযোগ্য নয়।
-
আবেদনপত্রের সাথে মূল সনদপত্রের ফটোকপি দিতে হবে।
-
প্রার্থীকে নৈতিকতা ও শৃঙ্খলায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ঠিকানায় বা অনলাইনে। নির্ধারিত ফরমে পূরণ করে প্রমাণপত্রসহ আবেদন করতে হবে।
নিয়োগ ও আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন