গরীব ও অসহায়দের পক্ষে মামলা পরিচালনার শর্তে দণ্ডিত আইনজীবী প্রবেশনে মুক্ত
আইনজীবী (প্রতীকী ছবি)

স্ত্রী হত্যা মামলায় কারাগারে আইনজীবী

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলামকে তার স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যা মামলায় আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

চার্জ গঠনের শুনানি শেষে সোমবার (২৮ জুলাই) চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১)-এর বিচারক আমিরুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যায় ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন জহিরুল ইসলামের স্ত্রী ফেন্সি।

ঘটনার পরদিন নিহতের ভাই মো. ফোরকান উদ্দিন খাঁন বাদী হয়ে জহিরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় জহিরুল ইসলাম এবং তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তারা জামিনে মুক্ত ছিলেন।

সোমবার মামলার চার্জ গঠনের শুনানির দিন ছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারক জহিরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ নভেম্বর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মহিউদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন। এতে অ্যাডভোকেট জহিরকে প্রধান আসামি করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শামছুল ইসলাম মন্টু বলেন, “আসামি জহির চার্জ গঠনের শুনানি পর্যন্ত জামিনে ছিলেন। সোমবার আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন। মামলার সাক্ষ্যগ্রহণ পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে।”