কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ইসরাত জাহান রুমার বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে জেলা শহরের রাকুয়াইল এলাকায় অবস্থিত তার বাড়িতে মুখোশধারী ৬-৮ জন ডাকাত দল ঢুকে পড়ে। ডাকাতরা অস্ত্রের মুখে পুরো পরিবারকে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আইনজীবী রুমা জানান, রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে তার বাসা। সেদিন গভীর রাতে হঠাৎ দরজার সিটকিনি ভেঙে মুখোশধারী ডাকাতেরা ভেতরে প্রবেশ করে। ছুরি, রামদা, কুড়ালসহ ধারালো অস্ত্র দেখিয়ে তারা বাড়ির সব সদস্যকে জিম্মি করে ফেলে। এরপর তারা ঘরের আলমারির তালা ভেঙে ভেতরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। সেইসঙ্গে পরিবারের নারী সদস্যদের পরনের স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে:
-
স্বর্ণালংকার: প্রায় ২৫ ভরি
-
নগদ অর্থ: ৪ হাজার টাকা
-
মোবাইল ফোন: ২টি
ঘটনার পরপরই সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে এখনো থানায় লিখিত অভিযোগ জমা না দেওয়ায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই ডাকাতির ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন নারী আইনজীবীর বাসায় এ ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।