জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান

নজিবুর রহমানের ৩.৬৫ কোটি টাকার ফ্ল্যাট ক্রোক, ব্যাংক-বিও অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ

দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান চলাকালে তাঁর নামে রাজধানীর রমনায় থাকা ৩ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের একটি ৩২৭৬ বর্গফুটের ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাঁর ও পরিবারের সদস্যদের সাতটি ব্যাংক অ্যাকাউন্ট এবং পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টও ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের উপপরিচালক খায়রুল হকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

আবেদনে বলা হয়, মো. নজিবুর রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে একটি অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালীন প্রাপ্ত নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, তাঁদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদসমূহের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

বিশ্বস্ত সূত্রের বরাতে দুদক জানিয়েছে, নজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা এসব সম্পদ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। এ কারণে এসব সম্পদ অন্যত্র হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ তাৎক্ষণিকভাবে ক্রোক ও ফ্রিজ করা প্রয়োজন ছিল।

এর আগে, ২০২৪ সালের ৭ অক্টোবর দুর্নীতির অভিযোগে তাঁকে ঢাকার রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং এসব সম্পদ রাষ্ট্রের অধিকার সুরক্ষায় কাজে লাগবে বলে জানিয়েছে দুদক।