সিলেটের ওসমানীনগরে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয় দিয়ে ভূমি কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগের অভিযোগে মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এই আদালত পরিচালনা করেন। আদালত দণ্ডের পাশাপাশি তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ডও দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান ওসমানীনগরের সাদীপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয় দিয়ে বেশ কিছুদিন ধরে ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের ওপর কাগজপত্রবিহীন জমি নামজারি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।
সোমবার দুপুরে তিনি একই দাবিতে উপজেলা ভূমি কার্যালয়ে যান এবং কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেন, তাঁর কথা না মানলে শিক্ষার্থীদের নিয়ে ঘেরাও করা হবে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন নিজে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও বলেন, “তিনি নিজের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে সরকারি কাজে বাধা দিয়েছেন। আদালতের কাছে দোষ স্বীকার করে তিনি আরও দুজনের নাম বলেছেন, যারা তাঁর সঙ্গে জড়িত। তবে তারা উপস্থিত ছিলেন না।”
এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন এবং তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ বলেন, “মাহবুবুর রহমান জামায়াতের কেউ নন, তাঁর সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।”
উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব শাখার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে থাকায় ইউএনও জয়নাল আবেদীন ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন।