সংবিধান অর্থবহ করতে বিচার আরও স্বচ্ছ হতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

অধস্তন আদালতের মনিটরিং কমিটির বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময় ৬ আগস্ট

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (বিচার শাখা) থেকে প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে দেশের প্রধান বিচারপতির বাসভবনে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এই সভায় Monitoring Committee for Subordinate Courts-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতিগণ উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সভায় তাঁদের অংশগ্রহণে সদয় আগ্রহ প্রকাশ করেছেন, যা মূলত অধস্তন আদালতসমূহের কার্যক্রম, প্রশাসনিক কার্যাবলি ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যেই আহ্বান করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মোঃ আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে (৩০ জুলাই) এ তথ্য জানানো হয়।