অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরীকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ারকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জায়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।
কমিটির যুগ্ম আহবায়ক হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম-৪ এবং অ্যাডভোকেট মোহাম্মদ ছলিম উল্লাহ।
এছাড়া সদস্য হিসেবে কমিটিতে আরও রয়েছেন- অ্যাডভোকেট ছৈয়দ আহমদ, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, অ্যাডভোকেট ছৈয়দ আলম-১, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট এস.এম নুরুল ইসলাম, অ্যাডভোকেট নুর সোলতান, অ্যাডভোকেট মোহাম্মদ কাসেম আলী, অ্যাডভোকেট হারুন অর রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ আজম, অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট শাহাব উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ (চকরিয়া), অ্যাডভোকেট একেএম আতাউল হক, অ্যাডভোকেট শাহাব উদ্দিন-৩, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-২, অ্যাডভোকেট মোহাম্মদ মন্নান, অ্যাডভোকেট মোহাং ফিরোজুল আলম, অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকী, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ মীর মোশাররফ হোসাইন টিটু, অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যাডভোকেট সাহাব উদ্দীন (শিহাব), অ্যাডভোকেট মোহাম্মদ নাজেম উদ্দিন, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, অ্যাডভোকেট মিজানুর রহমান ভূট্টো, অ্যাডভোকেট মোঃ মনির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট শহীদুল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট এম সাইফুল্লাহ নুর ও অ্যাডভোকেট সৈয়দ আহমদ।
নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে।