অভ্যন্তরীণ দুর্নীতি ও গুম তদন্তে আদালত গঠন করলো সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে জাজ অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি) কোর্সের আওতায় জাজ অ্যাডভোকেট জেনারেল (JAG) – পুরুষ পদে অফিসার ক্যাডেট নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

🧑‍⚖️ পদবী:

জাজ অ্যাডভোকেট জেনারেল (JAG) – শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য

✅ যোগ্যতা:

📚 শিক্ষাগত যোগ্যতা:

  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ (জাতীয় মাধ্যম)।

  • ইংরেজি মাধ্যমের জন্য:

    • ‘O’ লেভেল: ৬টি বিষয়ের মধ্যে ৪টিতে ‘B’, ১টিতে ‘C’ ও ১টিতে ‘D’ গ্রেড

    • ‘A’ লেভেল: ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘C’ ও ১টিতে ‘D’ গ্রেড

  • এলএল.বি (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে)

  • এলএল.এম ডিগ্রিতেও কমপক্ষে সিজিপিএ ৩.০০

📅 বয়স:

  • ০১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ২৮ বছর

  • যাদের বয়স ২৬ বছরের বেশি, তারা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন

🚫 অযোগ্যতা:

  • সেনা, নৌ বা বিমান বাহিনী থেকে বরখাস্ত/অপসারিত

  • আইএসএসবি পরীক্ষায় দু’বার “আউট” বা “প্রত্যাখ্যাত”

  • চোখের দৃষ্টিশক্তি নির্ধারিত সীমার বাইরে

  • ১৮ বছর হওয়ার আগে ল্যাসিক অপারেশন

  • দ্বৈত নাগরিকত্ব থাকলে

🧾 আবেদন পদ্ধতি:

  • অনলাইনে আবেদন: https://join.army.mil.bd

  • আবেদন ফি: ১,০০০ টাকা (বিকাশ, নগদ, রকেট বা কার্ডে পরিশোধযোগ্য)

  • আবেদন প্রক্রিয়া শেষে প্রার্থীরা কল-আপ লেটার ডাউনলোড করতে পারবেন

🗓️ নির্বাচন প্রক্রিয়া:

১. লিখিত পরীক্ষা:

  • ২৯ আগস্ট ২০২৫, সকাল ৯টা, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাস

  • বিষয়: পেশাগত ও সাধারণ জ্ঞান (১০০ নম্বর)

২. মৌখিক ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা:

  • ১২-১৬ অক্টোবর ২০২৫, এএফএমআই, ঢাকা সেনানিবাস

৩. আইএসএসবি পরীক্ষা:

  • আইএসএসবি নির্ধারিত তারিখে পরীক্ষা ও সাক্ষাৎকার

৪. চূড়ান্ত নির্বাচন:

  • সব ধাপ সফলভাবে সম্পন্নকারীদের সেনা সদর দপ্তর থেকে যোগদানপত্র দেওয়া হবে

🎓 প্রশিক্ষণ ও কমিশন:

  • ১ বছর বিএমএ প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন

  • সেনাবাহিনীর বেতনক্রম অনুসারে বেতন, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষাসুবিধা

📅 আবেদন শেষ তারিখ: ২৩ আগস্ট, ২০২৫

আরও বিস্তারিত তথ্য জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন