পুবালী ব্যাংক
পুবালী ব্যাংক

পুবালী ব্যাংকে জুনিয়র অফিসার (আইন) নিয়োগ, পদ ২০টি

পুবালী ব্যাংক পিএলসি দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ৫০৯টি অনলাইন শাখা, ২২টি ইসলামিক উইন্ডো এবং ২৩৯টি সাব-ব্রাঞ্চের মাধ্যমে সারাদেশে ব্যাংকিং সেবা প্রদান করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জুনিয়র অফিসার (আইন) পদে ২০ জন অভিজ্ঞ এবং মেধাবী জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

পদের নাম: জুনিয়র অফিসার (আইন)

পদসংখ্যা: ২০ (বিশ) জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • LL.M. সহ LL.B. (অনার্স) একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে।

  • SSC ও HSC-তে ন্যূনতম GPA ৪.০০ (৫.০০ স্কেলে) এবং LL.B ও LL.M-এ ন্যূনতম CGPA ৩.০০ (৪.০০ স্কেলে)।

  • ব্যাংক বা NBFI-তে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা অথবা আইনজীবী হিসেবে ২ বছরের অভিজ্ঞতা

  • বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ থাকলে অগ্রাধিকার।

প্রয়োজনীয় দক্ষতা:

  • Negotiable Instrument Act ও Artha Rin Adalat Ain সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞতা।

  • ঋণ ডকুমেন্টেশন ও সম্পত্তি যাচাইয়ে দক্ষতা।

  • চুক্তি, MOU, বন্ড, ইনডেমনিটি ও অন্যান্য আইনগত নথি খসড়া ও যাচাই।

  • প্যানেল আইনজীবী, আদালত, সরকারি অফিস ও রেজিস্ট্রি অফিসের সাথে যোগাযোগ রক্ষা।

বয়সসীমা:

  • ৩১ জুলাই ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৪ বছর

  • বয়স প্রমাণে হলফনামা গ্রহণযোগ্য নয়।

চাকরির ধরন:

  • প্রথমে প্রোভিশনাল নিয়োগ (১ বছর), এরপর নিয়মিত নিয়োগে পরিণত হবে।

  • নিয়োগপ্রাপ্তদের সর্বনিম্ন ৫ বছর চাকরি করার অঙ্গীকারনামা দিতে হবে।

  • বাংলাদেশের যেকোনো স্থানে কর্মরত থাকার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুবিধাদি:

  • ব্যাংকের বিধি মোতাবেক জুনিয়র অফিসার (আইন) পদের বেতন কাঠামো প্রযোজ্য হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • ভুয়া/ভুল তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিল হবে।

  • কোনো ধরণের তদবির প্রার্থিতার জন্য বাতিলযোগ্য অপরাধ

  • শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদন প্রক্রিয়া:

  • অনলাইনে আবেদন করতে হবে 👉 www.pubalibangla.com/career

  • স্ক্যান করা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

  • আবেদনকারীরা একটি Applicant ID পাবেন, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।

  • আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫, বিকাল ৬টা।

অফিসিয়াল ঠিকানা:

Human Resources Division, Pubali Bank PLC.
Head Office, Level 4, 26 Dilkusha C/A, Dhaka 1000
📧 ইমেইল: hrd@pubalibankbd.com
🌐 ওয়েবসাইট: www.pubalibangla.com