সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা, কারাগারে নারী
নারী কারাগারে (প্রতীকী ছবি)

যৌতু‌ক দা‌বির মিথ্যা মামলা করায় বাদীর কারাদন্ড

নিজ স্বামীর বিরু‌দ্ধে যৌতুক দা‌বির মিথ‌্যা মামলা করায় এক নারী‌কে সাজা দি‌য়ে‌ছেন সিরাজগ‌ঞ্জের এক‌টি আদালত। আদালত বাদী‌কে এক হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে এক দি‌নের বিনাশ্রম কারাদ‌ন্ডের আদেশ দি‌য়ে‌ছেন।

আজ বুধবার (৬ আগস্ট) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভীন আক্তার এই রায় ঘোষণা করেন।

আদাল‌তের বেঞ্চ সহকারী মোঃ লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালে কাজিপুর উপজেলার জুলেখা খাতুন তার স্বামী বেল্লাল হোসেনের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক বলে রায় দেন এবং বেল্লাল হোসেনকে বেকসুর খালাস দেন।

পরে মিথ‌্যা মামলা দা‌য়ে‌রের কার‌ণে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ২৫০ ধারার আওতায় বাদীকে শোকজ করা হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় আদালত বাদীকে এক হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অনাদায়ে তাকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।