বিরোধ নিষ্পত্তির পর উভয়পক্ষের সাথে আমতলী উপজেলার লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান
বিরোধ নিষ্পত্তির পর উভয়পক্ষের সাথে আমতলী উপজেলার লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান

লিগ্যাল এইড চেয়ারম্যানের মধ্যস্থতায় ২০ বছরের পুরোনো ভূমি বিরোধ দুই ঘন্টায় নিষ্পত্তি

বরগুনার আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ ২০ বছরের পুরোনো ভূমি বিরোধ মাত্র দুই ঘণ্টার মধ্যেই নিষ্পত্তি হয়েছে।

এই ঐতিহাসিক সমঝোতা সম্ভব হয়েছে উপজেলা লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান-এর সরাসরি মধ্যস্থতায়।

গত ৩ আগস্ট ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান সরেজমিনে জমির সীমানা পরিদর্শন ও দলিলাদি পর্যালোচনা করে, উভয় পক্ষকে নিয়ে লিগ্যাল এইডের নির্ধারিত আপসনামা ফরমে স্বাক্ষর করিয়ে বিরোধ নিষ্পত্তি করেন।

এর ফলে, দুইপক্ষের মধ্যে চলমান একাধিক মামলা নিষ্পন্ন হয় এবং উভয়পক্ষ আপসনামার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছান।

আদালত সূত্রে জানা গেছে, মো. মাহাবুবার রহমান ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে রাজু আহমেদ চৌধুরী গংদের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করেন।

মামলার প্রাথমিক শুনানির পর ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান বিষয়টি লিগ্যাল এইড কমিটির মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেন। দুই পক্ষই এতে সম্মত হন।

এর আগে এলাকার চেয়ারম্যান, মেয়রসহ বহু গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে আপস-মিমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে লিগ্যাল এইড ব্যবস্থা কার্যকরভাবে সমাধান এনে দেয়।

নিষ্পত্তির পর দুইপক্ষই ম্যাজিস্ট্রেট স্যারের কার্যকর ও নিরপেক্ষ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তারা বলেন, দীর্ঘ ২০ বছরেও যা সম্ভব হয়নি, তা মাত্র দুই ঘণ্টায় সমাধান হয়েছে — এটি নিঃসন্দেহে নজিরবিহীন উদাহরণ

মো. কামাল হোসেন, বেঞ্চ সহকারী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আমতলী বলেন,

ম্যাজিস্ট্রেট স্যারের বাস্তবমুখী, মানবিক ও আইনগত হস্তক্ষেপের কারণেই এই দীর্ঘদিনের সমস্যা শান্তিপূর্ণভাবে মিটে গেছে।