খুলনায় এক আইনজীবীর সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গত রবিবার (৩ আগস্ট) সকালে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন ভুক্তভোগী আইনজীবী এফ. এম. এ. রাজ্জাক।
আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমানে এফ. এম. এ. রাজ্জাক পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
মামলার আসামিরা হলেন—নওগাঁ জেলায় কর্মরত পুলিশের উপপরিদর্শক প্রসেন, এবং পাইকগাছা আদালতে কর্মরত কনস্টেবল সজিব ও তিতুল।
অ্যাডভোকেট এফ. এম. এ. রাজ্জাক জানান, সম্প্রতি তার সিল ও স্বাক্ষর জাল করায় পাইকগাছা আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল আসাদ, শহিদুল ও মেহেদীর বিরুদ্ধে পুলিশের আইজিপি, খুলনা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়।
ওই অভিযোগের প্রেক্ষিতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. রাজিবুল ইসলাম সাক্ষ্য প্রদানের জন্য বার্তা পাঠালে বিষয়টি তার জানা হয়। পরে খোঁজ নিয়ে তিনি এ ঘটনায় তিন পুলিশ সদস্যের জড়িত থাকার বিষয়টি প্রমাণ পান এবং আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে পাইকগাছা আদালতের জিআরও এএসআই মিজানুর রহমান বলেন, “প্রাথমিকভাবে জাল-জালিয়াতির বিষয়টি জানা গেছে। মামলার তদন্ত হলে ঘটনা পরিষ্কার হবে।”