শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন

আবু সাঈদ হত্যার ভিডিও ‘এআই’ দিয়ে তৈরি— আদালতে হাসিনার আইনজীবী

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে।

সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুরমু এবং এনটিভির রংপুর প্রতিনিধি একেএম মঈনুল হক। তারা গত বছরের ১৬ জুলাই আবু সাঈদের হত্যাকাণ্ডের আগের ও পরের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে জবানবন্দি দেন। এরপর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের জেরা করেন।

জেরার সময় সাংবাদিক মঈনুল হককে প্রশ্ন করা হয়, আবু সাঈদের হত্যার ভিডিও এআই প্রযুক্তিতে তৈরি কি না। তিনি তা সরাসরি অস্বীকার করেন।

এ নিয়ে মামলায় মোট পাঁচজন সাক্ষী আদালতে বক্তব্য রেখেছেন। এর আগে ৪ আগস্ট দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান এবং চোখ হারানো দিনমজুর পারভীন। ৩ আগস্ট প্রথম দিনে বক্তব্য দেন আহত খোকন চন্দ্র বর্মণ।

উল্লেখ্য, ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হতে সম্মতি দেন এবং ট্রাইব্যুনাল তার আবেদন গ্রহণ করেছে।

পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।