ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চালু হলো অত্যাধুনিক ডিজিটাল কোর্টরুম। এখন থেকে জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে এবং দুর্নীতির মামলায় অভিযুক্ত আসামিদের শুনানি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আসামিদের আদালতে না এনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে শুনানি পরিচালনা করা হবে।
বুধবার (৬ আগস্ট) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন শাখায় বহু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে অনেকেই জঙ্গি, দুর্ধর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক অপরাধে অভিযুক্ত।
প্রতিদিন এসব আসামিদের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার সময় বিশাল নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। অনেক সময় আদালত প্রাঙ্গণে সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, যা আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
এই পরিস্থিতির সমাধানে সুপ্রিম কোর্টের নির্দেশনা ও ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’-এর ৫ ধারার আওতায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৮ নম্বর এজলাস কক্ষকে ডিজিটাল কোর্টরুম হিসেবে প্রস্তুত করা হয়েছে।
এখন থেকে এসব মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্স (জুম) প্ল্যাটফর্মে। ফলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং মামলার কার্যক্রমও বিঘ্নিত হবে না।
আদেশে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষসহ অন্যান্য সকল দপ্তরকে সার্বিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।