দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুদকের অনুরোধের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি।”