সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক (ফাইল ছবি)

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ

বিচারক হিসেবে দুর্নীতিমূলকভাবে বেআইনি রায় প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড শেষে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রিমান্ড শেষে খায়রুল হককে আদালতে হাজির করে শাহবাগ থানার উপ-পরিদর্শক খালেক মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৪ সালের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় প্রদানকালে প্রধান বিচারপতি খায়রুল হক দুর্নীতিপরায়ণ ও পক্ষপাতদুষ্ট ছিলেন।

বাদীর অভিযোগ অনুযায়ী, খায়রুল হক ২০১১ সালের ১০ মে যে সংক্ষিপ্ত আদেশ ঘোষণা করেন, পরে তা পরিবর্তন করে শেখ হাসিনার অনুগত থেকে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর আপিল মামলার ‘জাল পূর্ণাঙ্গ রায়’ প্রকাশ করেন।

অভিযোগে আরও বলা হয়, অবসর পরবর্তী পদ-পদবীর লোভেই তিনি এই বেআইনি কাজ করেন।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, ১৯৯৬ সালে প্রবর্তিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালে বাতিল করেন আপিল বিভাগ।

তবে রায়ের খসড়ায় দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অবকাশ রাখা হলেও পরবর্তীতে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে তা বাদ দিয়ে সরকারপন্থী অবস্থান নেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় ওইদিন রাতে তাকে কারাগারে পাঠানো হয়।