বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গতকাল বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে আয়োজিত এই সভায় দেশের আটটি বিভাগের জন্য গঠিত ১৩টি অধস্তন আদালত পর্যবেক্ষণ (Monitoring) কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রত্যেক বিচারপতি নিজ নিজ অঞ্চলের অধস্তন আদালতের কার্যক্রম, প্রশাসনিক বিষয়াদি এবং নীতিমালার বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।
আলোচনায় ভার্চুয়াল ও সরাসরি মিটিং, ন্যায়বিচার কার্যকরকরণ, বিচারিক মানোন্নয়ন, বিচারকদের মূল্যায়ন এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপও তুলে ধরা হয়।
প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ অধস্তন আদালতের বিচারিক কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও সহজ করতে সংশ্লিষ্ট বিচারপতিদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বিচারপ্রার্থী জনগণের জন্য সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ১২ দফা নির্দেশনার বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি শক্তিশালী, স্বাধীন ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।
এর অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তিনি একটি পূর্ণাঙ্গ বিচার সংস্কার রোডম্যাপ (Roadmap) ঘোষণা করেন, যার বাস্তবায়ন চলমান রয়েছে।
এ লক্ষ্যে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতসমূহে একাধিক সভা, সেমিনার এবং কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া, দেশের সকল আদালতে অভিযোগ ও পরামর্শের জন্য হেল্পলাইন সার্ভিস চালু করা হয়েছে, যা জনগণের ন্যায়বিচারপ্রাপ্তির পথকে আরও সহজ ও গতিশীল করেছে।