মো: তুহিন বাবু
মো: তুহিন বাবু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির নতুন কমিটির সভাপতি তুহিন বাবু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন সচেতনতা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল ফিকহ এন্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: তুহিন বাবু।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ঐক্যমঞ্চ কক্ষে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন হয়।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ সভাপতিত্ব করেন এবং বিদায়ী সাধারণ সম্পাদক তামান্না ইসলাম নির্বাচন সঞ্চালনা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সদস্য মো. খাদিমুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সালেহা খাতুন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যমঞ্চের সাবেক আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ, ইবি শাখার গ্রীণ ভয়েসের সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ ঈমন ও ইবি শাখার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

নবনির্বাচিত সভাপতি তুহিন বাবু বলেন, “ল অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি আইন-সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি ন্যায়ের সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও নৈতিক সমাজ নির্মাণে সক্ষম হব।”

উল্লেখ্য, ২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তরুণ-তরুণীদের মাঝে আইন বিষয়ক সচেতনতা তৈরি করতে তারা কাজ করে আসছে। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজে সভা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে আইনের প্রতি সচেতনতা, নৈতিক মূল্যবোধ এবং আত্মিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।