ঢাকা জেলার বিভিন্ন আদালতে নতুন নয়জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১০ আগস্ট) উপসলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মারুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী এইচ এম মাসুমকে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন : ঢাকার আদালতে নতুন ৯ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ
আইনজীবী এইচ এম মাসুম ঢাকার আইনজীবী সমিতির সাবেক অফিস সেক্রেটারি এবং কৃষকদল কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক।
এছাড়াও ইস্টার্ন ইউনিভার্সিটি লইয়ার্স এসোসিয়েশন (ইউলা) এর সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাবের লিও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এইচ এম মাসুম মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সন্তান।