প্রধান বিচারপতির সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এসওয়াই ইউসেফ রামাদান। এসময় তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও উভয় দেশের বিচারব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাতে প্রধান বিচারপতি বিগত এক বছরে বিচারবিভাগের উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। বিশেষভাবে তিনি একটি স্বাধীন ও শক্তিশালী বিচারবিভাগ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

প্রধান বিচারপতির সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে তাঁকে অভিনন্দন জানান। তিনি বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, স্বচ্ছতা আনয়নে ১২ দফা নির্দেশনা, মামলায় বিবাদীকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রীম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন, সুপ্রীম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের একচ্ছত্র সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।