নওগাঁ জেলার সাপাহার থানার মির্জাপুর গ্রামে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় একই গ্রামের আজিমুদ্দিন (৫৫) কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৩ আগস্ট) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।