নওগাঁয় ভালোবাসা দিবসের পরের দিন মাদক মামলার শিশুদের নিয়ে বসলেন বিচারক
নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

নওগাঁ জেলার সাপাহার থানার মির্জাপুর গ্রামে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় একই গ্রামের আজিমুদ্দিন (৫৫) কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৩ আগস্ট) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেল ৪টার দিকে আসামি আজিমুদ্দিন একই গ্রামের ছয় বছর বয়সী দুই শিশুকে টিভি দেখানোর প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনায় এক শিশুর পিতা ভাদু চন্দ্র বর্মন সাপাহার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

মামলার দীর্ঘ শুনানি শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট রেজাউল করিম, যিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।