আইনভিত্তিক এডুকেশনাল প্ল্যাটফর্ম দ্য কেইস সামারি আয়োজন করছে “কুইজপ্রুডেন্স ২০২৫”, যা আইন শিক্ষার্থীদের জন্য একটি আইন-ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের আইন জ্ঞানকে আরও শাণিত করার উদ্দেশ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন বইয়ের প্যাকেজ।
📅 মূল তারিখসমূহ
-
রেজিস্ট্রেশন শুরু: ১৫ আগস্ট
-
রেজিস্ট্রেশন শেষ: ২৮ আগস্ট
-
রেজিস্ট্রেশন ফি: মাত্র ২৪ টাকা
-
প্রতিযোগিতা: ৩০ আগস্ট
-
ফলাফল প্রকাশ: ৩১ আগস্ট
🔗 রেজিস্ট্রেশন লিংক: www.thecasesummary.com/quizprudence25
এই প্রতিযোগিতা স্নাতক পর্যায়ের আইন বিভাগের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।
📌 দ্য কেইস সামারি সম্পর্কে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর একদল আইন শিক্ষার্থী একাডেমিক আইন শিক্ষাকে আরও সহজ করার লক্ষ্য নিয়ে ‘দ্য কেইস সামারি’ প্রতিষ্ঠা করে।
প্ল্যাটফর্মটি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায়কে তথ্যসমৃদ্ধ, সহজবোধ্য ও সুশৃঙ্খলভাবে উপস্থাপন করে, যাতে মামলার ঘটনা, রায় এবং যুক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
বাংলাদেশি শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রতিটি সারসংক্ষেপ বাংলায় ও ইংরেজি—দুই ভাষাতেই প্রকাশ করা হয়। প্রাসঙ্গিক ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপট ও পরবর্তী আইনগত অগ্রগতিও অন্তর্ভুক্ত করা হয়।
প্রতিষ্ঠার এক বছরেরও কম সময়ে ওয়েবসাইটে ৭০টিরও বেশি মামলার সারসংক্ষেপ সংরক্ষিত হয়েছে, যা সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। ভবিষ্যতে আরও সমৃদ্ধ সংকলন ও আইন শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে প্ল্যাটফর্মটির।