বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ

মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের সাময়িক বরখাস্তে লিগ্যাল নোটিশ

জুলাই-আগস্ট মাসে সংঘটিত নৃশংস ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। নোটিশটি স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শক (আইজিপি)-এর নিকট প্রেরণ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে সংঘটিত সহিংস ঘটনায় দায়ের হওয়া প্রায় সাত শতাধিক হত্যা মামলায় বহু পুলিশ অফিসার এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। আইনের মৌলিক নীতি অনুযায়ী, কোনো মামলার এজাহারভুক্ত আসামি যদি সরকারি দায়িত্বে বহাল থাকেন, তবে তদন্ত কার্যক্রম, সাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার সুস্পষ্ট আশঙ্কা থেকে যায়।

বর্তমানে এজাহারভুক্ত আসামি পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল পদে বহাল থাকায় ন্যায়বিচার ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের পদে বহাল থাকা অনুচিত ও অগ্রহণযোগ্য বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বাংলাদেশের সার্ভিস রুলস এবং পুলিশ রেগুলেশনের উল্লেখ করা হয়েছে।

  • বাংলাদেশ সার্ভিস রুলস: কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের তদন্ত চলমান থাকলে তাকে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করা যেতে পারে।

  • পুলিশ রেগুলেশন: কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ বা মামলা থাকলে কর্তৃপক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে পারে।

অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু নোটিশে উল্লেখ করেন, এজাহারভুক্ত পুলিশ অফিসারদের পদে বহাল রাখা আইন, ন্যায়বিচার ও জনস্বার্থের পরিপন্থি। তাই অবিলম্বে তাদের সাময়িক বরখাস্ত করা উচিত। অন্যথায় তিনি দেশের বিদ্যমান আইন অনুযায়ী উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান।