বাংলাদেশ বার কাউন্সিল আসন্ন হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা এবং পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা যথানিয়মে অনলাইনে ফরম পূরণ ও ফি প্রদান সম্পন্ন করেছেন, তাদের হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা আগামী ২৫ অক্টোবর ২০২৫, শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রবেশপত্র, কেন্দ্র তালিকা ও অন্যান্য তথ্য যথাসময়ে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়া, বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ২০২৫, শনিবার। এ পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণ শুরু হবে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
যেসব প্রার্থীর পিউপিলেজ সময়সীমা ৩১ অক্টোবর ২০২৫ অথবা এর আগে ছয় মাস পূর্ণ হবে এবং যাদের রেজিস্ট্রেশনের পাঁচ বছর মেয়াদ বহাল থাকবে, তারা ফরম পূরণ করতে পারবেন। তবে পাঁচ বছর মেয়াদোত্তীর্ণদের রেজিস্ট্রেশন হালনাগাদ করতে হবে।
বিশেষভাবে জানানো হয়েছে, যারা ২৮ জুন ২০২৫ অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় দ্বিতীয়বার অনুত্তীর্ণ হয়েছেন বা আসন্ন মৌখিক পরীক্ষায় তৃতীয়বার অনুত্তীর্ণ হবেন, তারাও এবার এমসিকিউ পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবেন।
পরীক্ষা সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে। তবে অনিবার্য পরিস্থিতিতে তারিখ পরিবর্তনের এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।