দীর্ঘদিন ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না অবশেষে পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
চলতি বছরের ১ জানুয়ারিতে হাসানুল বান্নাকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
পদত্যাগের পেছনের কারণ এখনও প্রকাশিত হয়নি। দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকার বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার বিষয় ছিল।