বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (লোগো)
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (লোগো)

জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার আবেদন ফি পুনঃনির্ধারণের দাবি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (BJS) পরীক্ষার আবেদন ফি পুনঃনির্ধারণের দাবি জানিয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম সাইফ স্বাক্ষরিত এই আবেদন কমিশনে জমা দেওয়া হয়।

আরও পড়ুন : অষ্টাদশ বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ সেপ্টেম্বর

বর্তমানে জুডিসিয়াল সার্ভিস (BJS) পরীক্ষার আবেদন ফি ১২০০ টাকা। তবে বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) পরীক্ষার আবেদন ফি মাত্র ২০০ টাকা উল্লেখ করে আবেদনে বলা হয়, একই ধরনের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এ ধরনের বৈষম্যমূলক ফি অনেক মেধাবী ও মধ্যবিত্ত পরীক্ষার্থীর জন্য আর্থিকভাবে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

উচ্চ আবেদন ফি অনেক যোগ্য পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে নিরুৎসাহিত করছে বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন : প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আবেদনে সংবিধানের ১৫, ১৯(১) ও ২০(১) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, রাষ্ট্র নাগরিকের মৌলিক প্রয়োজন পূরণ, সমান সুযোগ সৃষ্টি এবং প্রতিভা ও দক্ষতার ভিত্তিতে রাষ্ট্রীয় সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত।

সুতরাং, জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার আবেদন ফি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা সাংবিধানিক উদ্দেশ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে।

অতএব, দেশের অসংখ্য পরীক্ষার্থীর স্বার্থে জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকায় নির্ধারণ করার দাবি জানানো হয়।