সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পটিয়া
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পটিয়া

সাজা ঘোষণার পর আদালতে আসামির মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা মামলায় সাজা ঘোষণার পর আদালতে আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আলী আজগর (৪৫)। তিনি পটিয়ার উত্তর হুলাইন গ্রামের মৃত ফজল আহমদের ছেলে।

আদালতের জিআরও ফোরকান মিয়া জানান, ২০২১ সালের একটি মাদক মামলায় আসামি আলী আজগরকে সোমবার আদালতে হাজির করা হয়।

সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক বেগম তাররাহুম আহমেদ তাকে দুই বছরের সাজার আদেশ দেন। রায় ঘোষণার পরপরই তিনি মাথা ঘুরে পড়ে যান।

দায়িত্বরত পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে।