গাইবান্ধা আদালতে পেশাগত দায়িত্ব পালনের সময় ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদের সঙ্গে দুর্ব্যবহার ও অশোভন আচরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছেন স্থানীয় সাংবাদিকরা। এ ঘটনায় অভিযুক্ত আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশুর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিক সমাজ।
গাইবান্ধা প্রেসক্লাব মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, একজন নারী সাংবাদিককে দায়িত্ব পালনকালে এভাবে হেনস্তা করা শুধু নিন্দনীয় নয়, বরং এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত এবং নারী সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করার অপপ্রয়াস। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে নামবেন।
জানা যায়, গত সোমবার (১৮ আগস্ট) গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির তথ্যের সন্ধানে গিয়েছিলেন ডিবিসি নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ। এ সময় আইনজীবীর বক্তব্য নিতে তিনি গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় গেলে আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশু তার সঙ্গে অশোভন আচরণ ও দুর্ব্যবহার করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় সাংবাদিকরা।
প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, আইনি পেশাজীবীদের কাছ থেকে সবসময় সহনশীল ও সম্মানজনক আচরণ প্রত্যাশিত। অথচ এই ঘটনার মাধ্যমে সেই সম্মান ক্ষুণ্ন হয়েছে।
সাংবাদিক নেতারা আরও অভিযোগ করেন, এর আগে একই আইনজীবী দৈনিক আজকালের খবর প্রতিনিধি উত্তম সরকার এবং জনকণ্ঠ প্রতিনিধি আবু কায়সার শিপলুর সঙ্গেও অশোভন আচরণ করেছিলেন।
গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা। তারা অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।