আসছে নতুন নিয়ম: রিটার্নের রসিদ ছাড়া মিলবে না সরকারি সেবা
আয়কর রিটার্ন

আইনজীবীদের আয় ই-রিটার্নে ব্যবসা আয় হিসেবে প্রদর্শনের নির্দেশনা এনবিআরের

২০২৫-২৬ কর বছরে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে— আইনজীবীরা ই-রিটার্ন ফরমে কোন অংশে তাদের পেশাগত আয় দেখাবেন?

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, আইনজীবীদের আয়কে ব্যবসা আয় (Business Income) হিসেবে প্রদর্শন করতে হবে। নিয়মিত মামলার আয়, ফি বা সম্মানী বাবদ পাওয়া অর্থ Regular Business Income অংশে উল্লেখ করতে হবে।

তবে যদি কোনো ক্ষেত্রে ক্লায়েন্ট বা প্রতিষ্ঠান থেকে প্রদত্ত ফি থেকে উৎসে কর কর্তন (TDS) করা হয়ে থাকে, তবে সেই আয়কে Business Subject to Minimum Tax → Profession/Consultancy/Other Services শাখায় প্রদর্শন করতে হবে।

এ ছাড়া, যারা গত কর বছরে অনলাইনে রিটার্ন দাখিলের সময় সম্পদ বিবরণী (Statement of Assets and Liabilities) পূরণ করেছিলেন, তাদের এ বছর নতুন করে সব তথ্য দিতে হবে না। অনলাইনে “Auto Fill” অপশনে ক্লিক করলেই আগের বছরের তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। প্রয়োজনে সেখান থেকে তথ্য এডিট, ডিলিট বা আপডেট করা যাবে।