ছবি : আমেরিকান নাগরিককে যৌন হেনেস্তাকারী দন্ডিত তারিকুল ইসলাম
ছবি : আমেরিকান নাগরিককে যৌন হেনেস্তাকারী দন্ডিত তারিকুল ইসলাম

কক্সবাজারে আমেরিকান নাগরিককে যৌন হেনস্তার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজারে আমেরিকান নাগরিককে যৌন হেনস্তার অভিযোগে এক যুবককে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) এস.এম. জিললুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের মোহাজের পাড়ার বাসিন্দা তারিকুল ইসলাম (২২), পিতা ফরিদুল আলম ও মাতা হাসিনা বেগম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

গত ১০ মার্চ কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের হিলটপ সার্কিট হাউজ এলাকার উর্ধ্বমুখী ঢালু পাকা সড়কে আমেরিকান নাগরিক ক্লিনটন কিম্মেলের স্ত্রী এলিজাবেথ হেলটন কিম্মেল (৫৪) যৌন হেনস্তার শিকার হন। ঘটনার পরপরই তিনি কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরে পুলিশ আসামি তারিকুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১২ মার্চ মামলার চার্জশিট দাখিল করে।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এ বিচারকার্যের জন্য গ্রহণ করা হয়। এতে সাক্ষ্যগ্রহণ, আসামি পক্ষের জেরা, আলামত প্রদর্শন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও যুক্তিতর্কসহ সব ধাপ দ্রুত সম্পন্ন হয়।

অবশেষে, মাত্র ৫ মাস ৯ দিনের মধ্যে মামলাটির বিচার শেষ হয় এবং রায় ঘোষণা করা হয়। আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।