নারায়ণগঞ্জের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দলের মনোনীত প্রার্থীরা বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়ানোয় বিএনপিপন্থি আইনজীবী ফোরাম থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সভাপতি প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, সাধারণ সম্পাদক প্রার্থী শেখ মো. গোলাম মুর্শেদ গালিব এবং নারায়ণগঞ্জ বার ইউনিটের সদস্য কামাল হোসেন মোল্লা।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (২০ আগস্ট) রাতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম খান রেজা, কামাল হোসেন মোল্লা এবং শেখ মো. মুর্শেদ গালিবকে কেন্দ্রীয় কমিটির সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সাথে তাদের কোন কার্যকলাপের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দায়বদ্ধ থাকবেনা বলেও নোটিশে জানান হয়।