নওগাঁ জেলার পত্নীতলা কাদিয়ান গ্রামের ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ রোববার (২৪ আগস্ট) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি বর্ষাইল মধ্যপাড়া গ্রামের আঃ সালাম (৩৮)।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই বিকাল ৩টার দিকে আঃ সালাম পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজার এলাকা থেকে নাবালিকাকে সিএনজিযোগে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের এক ভাড়া বাসায় আটকে রাখে। সেখানে সে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে।
পরে ভুক্তভোগীর পিতার অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে নাবালিকাকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে আঃ সালামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত রায় ঘোষণা করে। রায়ে প্রধান আসামি আঃ সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং অপর তিনজনকে প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।