পদ্মায় স্পিড বোট সংঘর্ষ নিহতের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নোটিশ
আইনি নোটিশ

গুলশান এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ-মাদক বার বন্ধে আইনজীবীর নোটিশ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অনুমোদনবিহীনভাবে পরিচালিত সিসা লাউঞ্জ বন্ধ ও সেখানে সংঘটিত মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এবং মাদকবিরোধী আইনজীবী জোটের সদস্য অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, রাজধানীর গুলশান ও বনানী এলাকায় একাধিক সিসা লাউঞ্জ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। এসব লাউঞ্জে শুধু সিসা ধূমপানই নয়, বরং মাদক গ্রহণ, অনৈতিক কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধ সংঘটিত হচ্ছে। এতে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, কিশোর-যুবকদের পড়াশোনা ও ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে এবং সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

অ্যাডভোকেট জুনু আরও জানান, এ ধরনের লাউঞ্জে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে অপরাধ, সহিংসতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে, যা আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

নোটিশে বলা হয়,

  • অবিলম্বে গুলশান-বনানী এলাকায় পরিচালিত সব অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধ করতে হবে।

  • এসব লাউঞ্জে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মালিক, ব্যবস্থাপক ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

  • ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসা প্রতিরোধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালাতে হবে।

নোটিশে আরও সতর্ক করা হয়েছে, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে জনস্বার্থে আদালতের শরণাপন্ন হয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।