কারাগারের কার্যক্রমকে আরও আধুনিকীকরণ ও সংশোধনের দিকে মনোযোগ দিতে বাংলাদেশ জেল-এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।
রবিবার এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, “কারাগার ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে তীব্র জনবল সংকট কাটিয়ে উঠতে সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে। এছাড়া আরও দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে।”
কারা মহাপরিদর্শক আরও জানান, বন্দিদের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, অনেক সময় বন্দিরা সরাসরি ফোন করে কারা মহাপরিদর্শকের সঙ্গে যোগাযোগ করেন। বন্দিদের অভিযোগ ও চাহিদা শোনার জন্য এই যোগাযোগ রাখা হয়।