সুনামগঞ্জে ভূমি জরিপ মামলায় ভিত্তিহীন জবাবের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ, ২৭ আগস্ট ২০২৫: সুনামগঞ্জের অতিরিক্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল-০১-এর সদর সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ এক ভূমি জরিপ মামলায় ভিত্তিহীন জবাব দাখিলের দায়ে ১-৮ নং বিবাদী পক্ষের উপর ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করেছেন।

মামলা নং ১৮৩২/২০২০-এ বাদীপক্ষ মোঃ শওকত আলী ও তার উত্তরাধিকারীরা দাবি করেন যে, সুলতানপুর মৌজার এস.এ. ২৫৭ দাগের ১ একর জমির একটি অংশ তাদের মৌরশী স্বত্বভূক্ত।

তবে রিভিশনাল জরিপে ভুলক্রমে জমির অর্ধেক বিবাদী আজিদ মিয়া ও তার উত্তরাধিকারীর নামে রেকর্ড হয়।

রায়ে বলা হয়েছে, বিবাদীরা একটি নোটারী পাবলিকের কাগজকে “বিশেষ আমমোক্তার নামা” দাবি হিসেবে জমি বেআইনীভাবে রেকর্ড করিয়েছেন, যা আইনত গ্রহণযোগ্য নয়।

সাক্ষ্য ও প্রমাণাদি পর্যালোচনার পর ট্রাইব্যুনাল বাদীপক্ষের দাবি সঠিক বলে স্বীকৃতি দিয়ে তাদের ৪১.২০ শতক জমি মৌরশী স্বত্বভূক্ত বলে ঘোষণা দেয়। আদালত নির্দেশ দেন বাদীপক্ষের নামে পৃথক আর.এস খতিয়ান খোলার জন্য।

বিচারক মোঃ জুনাইদ রায়ে উল্লেখ করেন, “ভিত্তিহীন কাগজ ব্যবহার করে মিথ্যা জবাব দাখিল করে বাদীপক্ষকে হয়রানি করার জন্য সর্বোচ্চ জরিমানা আরোপ করা হলো। এটি ন্যায়বিচারের স্বার্থে গ্রহণযোগ্য ব্যবস্থা।”