হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো। তাকে নির্ধারিত তারিখে বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা গত ২৫ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় এই পদটি শূন্য হয়েছিল। মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর নিয়োগের মাধ্যমে এই শূন্য পদ পূরণ করা হলো।