খুলনা জেলা আইনজীবী সমিতি
খুলনা জেলা আইনজীবী সমিতি

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন ৩১ মার্চ পর্যন্ত স্থগিত

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৩০ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকলেও, ৯৪ জন আইনজীবী নির্বাচন স্থগিতের আবেদন করেন। এর প্রেক্ষিতে দুপুর ২টায় উকিলবার ভবনের হলরুমে জরুরি তলবি সাধারণ সভা ডাকা হয়।

সভা শেষে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। এডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার বিকেলে খুলনা প্রেসক্লাবে দুটি আলাদা সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, খুলনা শাখা এবং স্বতন্ত্র আইনজীবী পরিষদ

ল’ইয়ার্স কাউন্সিলের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট লস্কর শাহ আলম। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল খায়ের, অ্যাডভোকেট আওছাফুর রহমান, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম জাকির, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও অ্যাডভোকেট সরদার আব্দুল জলিল।

স্বতন্ত্র আইনজীবী পরিষদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু। উপস্থিত ছিলেন নিশিত কান্তি ঘোষ, এ এম মমিনুজ্জামান টুলু ও অ্যাডভোকেট হাফিজুর রহমান শান্ত প্রমুখ।

দুটি পক্ষই ঘোষণা দিয়েছে— সোমবার (আজ) বিকেল ৩টার মধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করে পূর্বনির্ধারিত দিনে নির্বাচন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।