মানবাধিকার কমিশনে বিভিন্ন পদে নিয়োগ
বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন

জাতীয় মানবাধিকার কমিশনের সচিব পদে জেলা জজ পদমর্যাদার বিচারক নিয়োগ

জাতীয় মানবাধিকার কমিশনের সচিব পদে জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারককে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপসচিব (প্রশাসন-১) মনজুর কাদের।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত কুদরত-এ-ইলাহী-কে বদলি করে জাতীয় মানবাধিকার কমিশন, ঢাকার সচিব (জেলা ও দায়রা জজ) পদে নিয়োগ/বদলি করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবিলম্বে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পদায়নের প্রশাসনিক সুবিধার্থে তাঁর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সরকার জানিয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।